দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস
আপনি কি দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস সম্পর্ককে বিস্তারিত আলোচনা করা হবে। তাই দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
নিচে আপনাদের জন্য দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই দূরত্বে ভালোবাসা লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার টিপস জানতে পারবেন। তাই দেরি না করে দূরত্বে ভালোবাসা লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার কার্যকর টিপস সম্পর্কে জেনে নিন।
নিয়মিত যোগাযোগ রাখুন, তবে চাপিয়ে নয়
দূরুত্বে ভালোবাসার যেহেতু তেমন দেখা হয় না ,খোজ খবর নেওয়া যায় না ।তাই প্রতিদিন বা সপ্তাহে একদিন কাজের ফাঁকে ফাঁকে নির্দিষ্ট সময়ে কথা বলতে হবে । তার প্রতি কোনো চাপ সৃষ্টি করা যাবে না । আপনার মনের আবেগ, অনুভূতি তার সাতে শেয়ার করবেন ,তার মনের কথা বুঝতে চেষ্টা করবেন। তার প্রতি যত্নছিল হন।
বিশ্বাসই ভালোবাসার ভিত্তি
প্রকৃত ভালো বাসা দূরত্বে নয়, বিশ্বাসেই টিকে থাকে। বিশ্বাস মানে তার প্রতি আলাদা আস্তা ভরসা বা তার প্রতি বিশ্বাসের দৃঢ়তা। ভালোবাসার চেয়ে সবচেয়ে দামী হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক কোনো দিন পূর্ণতা পাবে না।একজন মানুষকে বিশ্বাস করতে বছর এর পর বছর লাগে কিন্তু ভাঙ্গতে এক সেকেন্ড সময় লাগে না। বিশ্বাস কথাটা হয়তো তিন অক্ষর এর কিন্তু এর মূল্য বিশাল। দুই জন মানুষ যখন একে অপরের প্রতি যতো বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততো বেশি ভারী ও মজবুত হবে। তাছাড়া বিশ্বাস ছাড়া সব সম্পর্ক মূল্যহীন। ভালোবাসার সম্পর্ক গভীর হয় বিশ্বাস কে আকরে ধরে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব সব সম্পর্কের পরিমাপক হলো বিশ্বাস। ভালোবাসার মানুষ সুন্দর হওয়া বড় কথা নয় বিশ্বাসী হওয়া প্রয়োজন।
পরস্পরের সময় ও ব্যস্ততাকে সম্মান করুন
পরস্পরের একে অপরের সময় এর মূল্য দিতে হবে।তার ব্যস্ততা কে সম্মান করতে হবে। অপ্রয়োজনীয় কথা বলে তার সময় নষ্ট করা ঠিক না।একে অপরকে কোন প্রকার চাপ না দেওয়া। পারস্পরিক সম্পর্ক আরো ভালো, সুস্থ স্বাভাবিক রাখতে আমাদের একে অপরকে সময় দিতে হবে ,ব্যস্ত থাকলেও সুন্দর ভাবে বলতে হবে।
ছোট ছোট সারপ্রাইজ দিন
ভালোবাসার সম্পর্কে সবচেয়ে জরুরি হলো একে অপরের মনকে ভালো রাখা। আপনার এক সাথে কাটানো কিছু সুন্দর মূহুর্তের ছবি তাকে উপহার দেওয়া। হাতের লেখা ছোট ছোট আন্তরিক ও সহজ ভাষায় চিঠি দেন, মাঝে মাঝে তাকে ছোট ছোট উপহার যেমন: তার পছন্দের ফুল,তার পছন্দের মিষ্টি বা চকলেট দেওয়া । নিজের হাতে কিছু বানো কিছু বানিয়ে উপহার দেওয়া। মাঝে মাঝে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ানো।
সময় পেলে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, হাতে হাত রেখে কিছু টা রাস্তা হাটা।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন
ভালোবাসার মানুষ এর সাথে ভবিষ্যতে পরিকল্পনা করা মানে তার সাথে সুন্দর জীবনের স্বপ্ন দেখা। তোমায় নিয়ে সুন্দর একটি ঘর সাজাবো । প্রতিদিন তোমার মুখ দেখে ঘুম থেকে উঠার স্বপ্ন দেখি। তুমি আমার জীবনে প্রথম মায়াবী নারী তোমার চোখে চোখ রেখে প্রতিদিন ঘুমাতে চাই। তোমার জীবনের প্রতিটা ইচ্ছা পূরণ করার প্রচেষ্টা চালিয়ে যাবো। তোমার ক্যারিয়ার গড়তে তোমায় সাহায্য করবো। সারা জীবন তোমার পাসে থেকে, বটগাছের মতো ছায়া দিবো। দুই জনে এক সাতে সংসার করবো সুখে দুঃখে হাতে হাত রেখে একে অপরের পাসে থাকবো। আমাদের সুন্দর একটা পরিবার হবে ।তোমার পাশে থাকবো জীবনের শেষ পর্যন্ত।
একসাথে ভার্চুয়াল সময় কাটান
এখান কার যুগের ভালোবাসায় ভার্চুয়াল সময় কাটাতে হয় ।বিশেষ করে লং ডিসট্যান্স রিলেশন শীপে। একসাথে ভিডিও কলে সিনেমা সিরিজ দেখা, একসাথে বই পড়া। দুইজনে একসাথে গেম খেলা। একসাথে খাবার অর্ডার করে ভিডিও কলে খাওয়া। তার সাথে গল্প করা বা এক সাথে রোমান্টিক গল্প পড়া। তার সাথে পছন্দের গান শুনা ।একে অপরকে রোমান্টিক গান, কবিতা, ছন্দ শেয়ার দেওয়া।
ভুল বোঝাবুঝি হলে শান্ত মাথায় সমাধান করুন
লং ডিসট্যান্স রিলেশনশীপে দুইজন দুই জায়গায় তাদের মধ্যে ঝামেলা টাও বেশি। রিলেশন শিপে কাছে থাকলে একটু খানি ঠোঁটের হাসিতে বা চোখের চাহনিতে যে কথা বোঝানো যায় দূরত্ব রিলেশনে তা হয় না।তাই একটু তেই ভুল বোঝাবুঝি হয়ে যায়। সম্পর্কে কাটার মতো হলো এগো। সম্পর্কে যদি ভুল বুঝাবুঝি হয় যদি বুঝতে পারেন ভুল টা আপনি করছেন সাথে সাথে ভুল স্বীকার কার করে সরি বলতে হবে। সম্পর্কে যতোই ভুল বুঝাবুঝি হোক বা ঝগড়া হোক রাগের মাথায় কিছু না বলে শান্ত হয়ে তা সমাধানের চেষ্টা করুন।একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙ্গতে এক সেকেন্ড লাগে।কোন ঝামেলা দীর্ঘস্থায়ী করলে মৃত্যু পর্যন্ত মিটবে না। নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না করে শান্ত ভাবে তার সাথে কথা বলে ভুল করলে তা স্বীকার করে নিন। ভুল বুঝাবুঝি আর থাকবে না।
উপসংহার (Conclusion)
লং ডিসট্যান্স রিলেশনশীপে দরকার ধৈর্য, বিশ্বাস, ভরসা। দূরত্ব কখনো ভালোবাসায় বাধা হতে পারে না । দূরত্ব রিলেশনে টিকিয়ে রাখতে পরস্পরের প্রতি সৎ মনোভাব ও বুঝা পড়া । যদিও লং ডিসট্যান্স রিলেশনে কাছে থেকে দেখা বা অনুভব করা যায় না। সঠিক ভাবে সুন্দর করে জীবন পরিচালনা করলে লং ডিসট্যান্স রিলেশনে সফল হওয়া যায়।
আশা করি আজকের আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ পড়েছেন এবং দূরত্বে ভালোবাসা: লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখার ৭টি কার্যকর টিপস সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি এসকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এধরণের গুরুত্বপুর্ণ তথ্য বেশি বেশি পড়তে ও জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।
ফ্রিল্যান্সিং এক্সপ্রেস ইন্সটিটিউটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url